প্রকাশিত: Wed, Dec 13, 2023 9:53 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:14 PM

[১]কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র রিফাত মারা গেছেন

শাহাজাদা এমরান: [২] বুধবার সন্ধ্যা ৬.৩৫ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

[৩] কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার 

বলেন, ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যা নিয়ে মেয়র রিফাতকে গত রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা চেষ্টা করছি মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার। জানাজার সময়সূচি মরদেহ দেশে আনার পর জানিয়ে দেওয়া হবে।

[৪] তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে নগর কুমিল্লায় শোকের ছায়া নেমে আসে। তিনি গত ৭ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন। পাশাপাশি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

[৫] আরফানুল হক রিফাত ১৯৫৮ সালের ২ ফেব্রুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এস এম আতাউল হক মায়ের নাম হাছিনা হক। দুই জনই গত হয়েছেন। পাঁচ বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ৬ষ্ঠ। সম্পাদনা: ইকবাল খান